April 26, 2024, 4:00 pm
ব্রেকিং নিউজ:
বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো শ্রীলংকা। হঠাৎ ফেসবুক একাউন্ট লগ আউট হয়ে গেছে? তামিম-মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় বরিশালের। শক্তিশালী রংপুরের রান পাহাড়ের সামনে অসহায় আত্ত্বসমর্পন চট্টগ্রামের। খুলনা টাইগার্সকে হারিয়ে আবারো জয়ে ফিরলো সিলেট স্ট্রাইকার্স। মাহমুদউল্লাহর ঝরে রান পাহাড়ে চাপা পড়লো সিলেট। তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুলনা টাইগার্সের ২৮ রানে জয়, দেশি ক্রিকেটাররা নিষ্প্রভ, বিদেশিরা উজ্জ্বল মুশফিকের ব্যাটে কুমিল্লার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বরিশালের। সিলেটের তাক লাগানো বোলিংয়ের পরও রংপুরের জয়ের নায়ক বাবর আজম।

বিপিএলে সৌম্যের আউট নিয়ে নাটক।

মোঃ জাকির হোসেন
  • Update Time : Saturday, January 7, 2023
  • 203 Time View

বিপিএল ২০২৩ এর শুরুতেই গলদ। আয়োজন নিয়ে অসন্তুষ্ট সাংবাদিক, দর্শক, এমনকি ক্রিকেটাররাও। বিপিএলে এতো দিন পরেও ডিআরএস না থাকা নিয়ে আলোচনা/সমালোচনা তুঙ্গে উঠে গেছে। বিপিএল গভর্নিং কউন্সিল জানিয়েছিলো ডিআরএস না থাকলেও তারা বিকল্প পদ্ধতি ব্যবহার করবে। এতো কিছুর পর আজ ঢাকা ডোমিনেটরস ও খুলনা টাইগার্সের ম্যাচে ঘটলো অন্যরকম এক ঘটনা।

শুরুতে খুলনা টাইগার্স ব্যাট করে ১১৩ রানের সংগ্রহ দাঁড় করায়। ১১৪ রানের লক্ষে ব্যাট করতে নামে ঢাকা ডোমিনেটরসের দুই ওপেনার সৌম্য সরকার ও দিলশান। দুজন দেখে শুনে প্রথম ৫ ওভার শেষ করে। কিন্তু ঘটনার উৎপত্তি ঘটে ষষ্ঠ ওভারে এসে।

খুলনার অধিনায়ক ইয়াসির আলী বোলিংয়ে আনেন স্পিনার নাসুমকে। নাসুম তার নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে এলবিডাব্লিউ আউটের আবেদন জানান। এসময় তাকে মোকাবেলা করছিলেন সৌম্য সরকার। নাসুম আবেদন করতেই আম্পায়ার আঙুল তুলে দেন। যা দেখে মোটেও খুশি হননি সৌম্য। আম্পায়ার আঙ্গুল তোলার সাথে সাথেই তিনিও রিভিউ নিয়ে নেন।

রিভিউ নিতেই হলো বিপত্তি। ডিআরএস না থাকায় বিকল্প ডিআরএস দিয়ে দেখা যায় বল আগে হাতের গ্লাভসে লেগেছে একটা সাউন্ড ও লক্ষ করা যায়। কিন্তু রিভিউ দেখে আম্পায়ার আউট বলে দেন। তাৎক্ষণিক সৌম্য আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এসময় তামিম ছুটে এসে সৌম্যর সাথে কথা বলেন। সৌম্যর রেগে যাওয়া দেখে দুই আম্পয়ার তৃতীয় আম্পায়ারের সাথে কথা বলে তাদের সিদ্ধান্ত বদলে নট আউট এর সিদ্ধান্ত জানান। যা দেখে তামিম আবার এর বিরোধিতা করেন। অবশেষে সৌম্যের আউট আর দেয়া হয়নি।

এর পরপরই তেড়েফুঁড়ে খেলতে শুরু করেন সৌম্য। আর তাই ভুল করে বসেন তিনি। ফিরে যান প্যাভিলিয়নে। ১৩ বলে ১৬ রান করে আউট হন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today